ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট
টাঙ্গাইল প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১১:২৫ ২৫ মার্চ ২০২০ আপডেট: ১১:২৮ ২৫ মার্চ ২০২০

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুরের গোড়াই হতে পাকুল্লা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার সকাল থেকে এ যানজটের সৃষ্টি হয়।
গোড়াই হাইওয়ে থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, করোনাভাইরাসের আতঙ্কে ঘরমুখোদের বাড়তি চাপের কারণে সড়কে যানবাহনের চাপ বেড়েছে। অপরদিকে ধল্লা ব্রীজে এক লেন বন্ধ করে দিয়ে সড়কের নির্মাণ কাজ করায় এ যানজটের সৃষ্টি হয়েছে।
তিনি আরো বলেন, ঠিকাদারী প্রতিষ্ঠানের সঙ্গে কথা হয়েছে। তারা এরইমধ্যে কাজ বন্ধ করে দিয়েছে। আশা করি যান চলাচল স্বাভাবিক হবে।
ডেইলি বাংলাদেশ/এমএইচ/টিআরএইচ