ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট
প্রকাশিত: ১১:২৩ ২১ অক্টোবর ২০১৭ আপডেট: ১৫:৩০ ২১ অক্টোবর ২০১৭

ফাইল ছবি
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে আটকা পড়েছে হাজারো গাড়ি।
শুক্রবার (২০ অক্টোবর) রাত থেকে শুরু হওয়া এ যানজট শনিবার (২১ অক্টোবর) ভোরে তীব্র আকার ধারণ করে।
শনিবার (২১ অক্টোবর) সকালে মহাসড়কের গাজীপুরের চন্দ্রা থেকে মির্জাপুরের সোহাগপুর পর্যন্ত প্রায় ১৬ কিলোমিটার এলাকায় এবং টাঙ্গাইলের এলেঙ্গা থেকে করটিয়া পর্যন্ত ১৮ কিলোমিটার যানজট। চন্দ্রা থেকে নবীনগর সড়কের ৮ কিলোমিটার পর্যন্ত যানজট রয়েছে। চন্দ্রা থেকে গাজীপুর রাস্তাতেও ৩ কিলোমিটার পর্যন্ত যানজট।
কোনাবাড়ি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন সরকার জানান, ভারী বৃষ্টির কারণে মহাসড়কের বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। তাই যানবাহন ধীরগতিতে চলছে। ফলে স্বাভাবিকভাবেই যানজটের সৃষ্টি হচ্ছে। পুলিশ দ্রুত যানজট নিরসনে কাজ করছেন বলেও তিনি জানান।
সকালে মহাসড়কের মির্জাপুর বাইপাস এলাকায় গিয়ে দেখা যায়, টাঙ্গাইলের দিকে যানবাহনের চাকা ঘুরলেও ঢাকার দিকের যান কয়েক মিনিট চলার পর আবার থেমে যাচ্ছে। বৃষ্টি এবং যানজটে আটকা পড়ে যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
ডেইলি বাংলাদেশ/টিআরএইচ