ঢাকাসহ চার বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
নিজস্ব প্রতিবেদক
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ২২:৫৯ ৮ নভেম্বর ২০১৯ আপডেট: ২৩:০৫ ৮ নভেম্বর ২০১৯

ফাইল ছবি
ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের বেশিরভাগ জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
শুক্রবার সন্ধ্যায় জারি করা এক সতর্কবাণীতে বলা হয়, ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর প্রভাবে সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় বৃষ্টিপাত হতে পারে।
বুলবুল বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আবহাওয়া অফিস জানায়, শনিবার সন্ধ্যা নাগাদ এটি বাংলাদেশে আঘাত হানতে পারে। এদিকে সরকারের পক্ষ থেকে বলা হয়, ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলায় পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে। এর প্রভাবে ক্ষয়ক্ষতি মোকাবিলায় উপকূলীয় সাত জেলার আশ্রয়কেন্দ্রগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। একইসঙ্গে সাইক্লোন সেন্টারসহ উপকূলের আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত করার নির্দেশ দেয়া হয়েছে।
ডেইলি বাংলাদেশ/আরএইচ