Alexa ঢাকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে মুশফিকের চিটাগং

ঢাকা, শনিবার   ২৪ আগস্ট ২০১৯,   ভাদ্র ১০ ১৪২৬,   ২৩ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

ঢাকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে মুশফিকের চিটাগং

ক্রীড়া প্রতিবেদক

 প্রকাশিত: ১৩:২০ ৩০ জানুয়ারি ২০১৯   আপডেট: ১৩:২০ ৩০ জানুয়ারি ২০১৯

ফাইল ফটো

ফাইল ফটো

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রামপর্বে শেষ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে চিটাগং ভাইকিংস আর ঢাকা ডায়নামাইটস। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন চিটাগং অধিনায়ক মুশফিকুর রহীম।

দুই দলের জন্যই এম্যাচটি মহাগুরুত্বপূর্ণ। পয়েন্ট তালিকায় অবস্থান কাছাকাছি। এক দল তিনে, আরেক দল চারে। পয়েন্টের হিসেবে ব্যবধান থাকলেও ম্যাচ হিসেবে দুই দলের অবস্থান প্রায় সমানে সমান।

চিটাগং ভাইকিংস ১০ ম্যাচে জিতেছে ৬টি, হেরেছে ৪টি। ১২ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে মুশফিকুর রহীমের দল।

সাকিবের দল ম্যাচ খেলেছে একটি কম। ৯ ম্যাচে ঢাকা ডায়নামাইটসের জয় ৫টি, হার ৪টি। ১০ পয়েন্ট নিয়ে তারা রয়েছে চতুর্থ অবস্থানে।

চিটাগংয়ের চিফ টেকনিক্যাল এডভাইজার মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন, প্রোটিয়া অলরাউন্ডার রবি ফ্রাইলিংক চোটের কারণে একাদশে নেই। তবে তিনি ঢাকাপর্বে খেলতে পারবেন বলেও আশা প্রকাশ করেন নান্নু।

ডেইলি বাংলাদেশ/আরএস/এমআরকে

Best Electronics
Best Electronics