Alexa ঢাকাকে হারিয়ে টানা তৃতীয় শিরোপা খুলনার

ঢাকা, রোববার   ১৮ আগস্ট ২০১৯,   ভাদ্র ৪ ১৪২৬,   ১৭ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

ঢাকাকে হারিয়ে টানা তৃতীয় শিরোপা খুলনার

 প্রকাশিত: ১৭:৪২ ২৩ ডিসেম্বর ২০১৭  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাতীয় ক্রিকেট লিগে আবারো চ্যাম্পিয়ন হয়েছে খুলনা বিভাগ। টানা তৃতীয়বারের মতো শিরোপা জিতে হ্যাটট্রিক পূরণ করল দলটি।

১৯তম জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডের শেষ দিনে আজ শনিবার ঢাকা বিভাগকে ইনিংস ও ৪৯ রানে হারিয়ে শিরোপার উৎসবে মাতে খুলনা। জাতীয় ক্রিকেট লিগে টানা তিনবার সব মিলিয়ে রেকর্ডসংখ্যক ষষ্ঠ বারের মতো শিরোপা জিতল খুলনা বিভাগ। ঢাকা বিভাগ শিরোপা জিতেছে পাঁচবার।

জাতীয় লিগে এটি খুলনার ষষ্ঠ শিরোপা। এর আগে কেউ এতবার এই সাফল্য পায়নি। অবশ্য রাজশাহী বিভাগ টানা চারবার জিতেছিল।

ষষ্ঠ রাউন্ডের ম্যাচে ঢাকা বিভাগ প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১১৩ রানে প্রথম ইনিংস গুটিয়ে নেয়। তখনই এক রকম আভাস পাওয়া গিয়েছিল, এ ম্যাচ জয়ের সম্ভাবনা খুলনারই বেশি। তা হয়েছেও। জবাবে খুলনা প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৪৫৯ রান গড়ে। ৩৪৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ঢাকা থামে ২৯৭ রানে। তাই বড় জয় ঘরে তোলে খুলনা।

জাতীয় দলের তরুণ স্পিনার মেহেদী হাসান মিরাজ দুই ইনিংসে ১০ উইকেট তুলে নিয়ে খুলনার জয়ে মূল্যবান অবদান রাখেন। প্রথম ইনিংসে তিনি নিয়েছেন সাত উইকেট।

এ ছাড়া জাতীয় দলের বাইরে থাকা ব্যাটসম্যান এনামুল হক বিজয়ের ডাবল সেঞ্চুরি (২০২) ও মেহেদী হাসানের সেঞ্চুরি (১৭৭) কম অবদান রাখেনি খুলনার দারুণ এই সাফল্যে।

ডেইলি বাংলাদেশ/এমআরকে/এসআই

Best Electronics
Best Electronics

শিরোনাম

শিরোনামকুমিল্লার বাগমারায় বাস-অটোরিকশা সংঘর্ষে নারীসহ নিহত ৭ শিরোনামবন্যায় কৃষিখাতে ২শ’ কোটি টাকার বেশি ক্ষতি হবে না: কৃষিমন্ত্রী শিরোনামচামড়ার অস্বাভাবিক দরপতনের তদন্ত চেয়ে করা রিট শুনানিতে হাইকোর্টের দুই বেঞ্চের অপারগতা প্রকাশ শিরোনামচামড়া নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সমাধানে বিকেলে সচিবালয়ে বৈঠক শিরোনামডেঙ্গু: গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৭০৬ জন: স্বাস্থ্য অধিদফতর শিরোনামডেঙ্গু নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন দুপুরে আদালতে উপস্থাপন শিরোনামডেঙ্গু রোগীর সংখ্যা কমছে: সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক শিরোনামইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন, দুই শিশুসহ নিহত ৭ শিরোনামআফগানিস্তানে বিয়ের অনুষ্ঠানে বোমা হামলা, নিহত বেড়ে ৬৩