Alexa ড্রিম হলিডে পার্কে পদ্মা সেতু

ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ৬ ১৪২৬,   ২৩ রবিউল আউয়াল ১৪৪১

Akash

ড্রিম হলিডে পার্কে পদ্মা সেতু

নরসিংদী প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৯:২২ ২৬ অক্টোবর ২০১৯   আপডেট: ১৯:২৬ ২৬ অক্টোবর ২০১৯

ছবি : ডেইলি বাংলাদেশ

ছবি : ডেইলি বাংলাদেশ

নরসিংদীর ড্রিম হলিডে পার্কে পদ্মা সেতুর প্রতিকৃতি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান।

শনিবার বিকেলে তিনি এই প্রতিকৃতি উদ্বোধন করেন।

এ সময় মুখ্য সচিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। দেশের উন্নয়নের ক্ষেত্রে যে রোডম্যাপ তৈরি করা হয় সে ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে স্থানীয় প্রশাসন। কারণ স্থানীয় প্রশাসনের বিভিন্ন মতামতসহ ক্যাবিনেটে সেটি পর্যলোচনার পর বাস্তবায়নের জন্য কাজ করা হয়। 

তিনি আরো বলেন, ড্রিম হলিডে পার্কে পদ্মা সেতু,বঙ্গবন্ধু স্যাটেলাইট এর মতো সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রতিকৃতি স্থাপন করা হয়েছে। সেটা অবশ্যই ভালো উদ্যোগ। যা দেখে মানুষ বুঝতে পারবে বাংলাদেশ কতটা এগিয়ে গেছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, নরসিংদী-২ এর এমপি ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, ডিসি সৈয়দা ফারহানা কাউনাইন, ড্রিম হলিডে পার্কের ব্যবস্থাপনা পরিচালক প্রবীর কুমার সাহা, রমনী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সিআইপি নিজাম উদ্দিন ভুইয়া লিটন, এএসপি সদর সার্কেল মো.শাহেদ চৌধুরী, মেহেরপাড়া ইউপি চেয়ারম্যান মাহাবুবুল হাসান প্রমুখ। 
 

ডেইলি বাংলাদেশ/জেএইচ