Alexa ড্রাইভিং শিখছেন কালীগঞ্জের নারীরা

ঢাকা, মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ৩ ১৪২৬,   ১৮ মুহররম ১৪৪১

Akash

ড্রাইভিং শিখছেন কালীগঞ্জের নারীরা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৭:৫৭ ১২ সেপ্টেম্বর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরের কালীগঞ্জে নারীদের ড্রাইভিং প্রশিক্ষণের আয়োজন করেছে উপজেলা মহিলা বিষয়ক অধিদফতর।

বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ আরআরএন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন গাজীপুর-৫ আসনের এমপি মেহের আফরোজ চুমকি।

প্রাথমিকভাবে ৩০ জন নারীকে নিয়ে তিন মাসব্যাপী এ প্রশিক্ষণ শুরু হয়েছে। পর্যায়ক্রমে আগ্রহী সবাইকে এ কার্যক্রমের আওতায় আনা হবে। প্রশিক্ষণ চলার সময় অংশ নেয়া প্রত্যেককে যাতায়াত ভাতা দেয়া হবে। 

এ সময় উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদফতরের উপ-সচিব ললিতা বর্মন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, কালীগঞ্জের ইউএনও মো. শিবলী সাদিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল গণি ভূঁইয়া, সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাকসুদ-উল-আলম খান মাসুদ, মহিলা সংস্থার সমন্বয়কারী জেসমিন বেগম প্রমুখ। 

ডেইলি বাংলাদেশ/এআর