Alexa ডোমারে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ৬ ১৪২৬,   ২১ মুহররম ১৪৪১

Akash

ডোমারে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

ডোমার (নীলফামারী) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৬:২৬ ২৮ আগস্ট ২০১৯   আপডেট: ১৬:২৮ ২৮ আগস্ট ২০১৯

নীলফামারীর ডোমারে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় শ্বশুরকে উদ্ধার করতে গিয়ে পুত্রবধূ আহত হয়েছেন। 

বুধবার সকালে পৌরসভার পূর্ব চিকনমাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত ছব্দের আলী ওই গ্রামের হাকী মামুদের ছেলে। আহতের নাম উম্মে কুলছুম।

স্থানীয়দের বরাত দিয়ে ডোমার থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান বলেন, সকালে বাড়ির আঙিনায় টানানো জিআই তারে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন ছব্দের আলী। এ সময় শ্বশুরকে উদ্ধার করতে এসে ছিটকে পড়ে আহত হন তার পুত্রবধূ উম্মে কুলছুম। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ছব্দের আলীকে মৃত ঘোষণা করেন।

ডেইলি বাংলাদেশ/এমকেএ