Alexa ডোবায় পড়ে প্রাণ গেল দুই ভাইয়ের

ঢাকা, মঙ্গলবার   ২৩ জুলাই ২০১৯,   শ্রাবণ ৮ ১৪২৬,   ১৯ জ্বিলকদ ১৪৪০

ডোবায় পড়ে প্রাণ গেল দুই ভাইয়ের

কুমিল্লা প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০০:৫৭ ২১ জুন ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

কুমিল্লার লাকসামে বসত ঘরের পাশে ডোবার পানিতে ডুবে আবু বোরহান ও আবু রায়হান নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের পশ্চিমগাঁও সোয়াছয়আনী পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত ওই দুই সহোদর পশ্চিমগাঁও সোয়াছয়আনী জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মাজহারুল ইসলামের ছেলে। 

পশ্চিমগাঁও সোয়াছয়আনীর বাসিন্দা খোরশেদ আলম তুহিন বলেন, ওইদিন দুপুরে আবু বোরহান ও আবু রায়হান বাড়ির উঠানে খেলা করছিল। সবার অগোচরে তারা ডোবার পানিতে পড়ে যায়। পাশ্ববর্তী ডোবার পাশে তাদের জুতো দেখে পানিতে নেমে খুঁজতে গেলে উভয়ের মৃতদেহ ভেসে উঠে। পরে বাড়ির লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

ডেইলি বাংলাদেশ/আরএম