Alexa ডেনমার্কে বাইসাইকেল চালালেন ফরাসি প্রেসিডেন্ট

ঢাকা, মঙ্গলবার   ১৮ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ৫ ১৪২৬,   ২৩ জমাদিউস সানি ১৪৪১

Akash

ডেনমার্কে বাইসাইকেল চালালেন ফরাসি প্রেসিডেন্ট

 প্রকাশিত: ১৬:২৯ ৩০ আগস্ট ২০১৮   আপডেট: ১৬:৩৪ ৩০ আগস্ট ২০১৮

বাইসাইকেল চালাচ্ছেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাকরণ

বাইসাইকেল চালাচ্ছেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাকরণ

বুধবার রাষ্ট্রীয় সফরে ডেনমার্কে গিয়ে বাইসাইকেলে করে কোপেনহেগেন ঘুরে দেখেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো। 

বিশ্বের সবচেয়ে বড় বাইসাইকেল রেস প্রতিযোগিতা 'ট্যুর ডি ফ্রান্স' এর আয়োজক হতে যাচ্ছে ডেনমার্ক। এ উপলক্ষে ডেনামার্কের প্রধানমন্ত্রী লারস লুকে রাসমুসেনের সঙ্গে ঘণ্টাব্যাপী কোপেনহেগেনে বাইসাইকেল চালিয়েছেন ম্যাঁক্রো।

এছাড়া বাইসাইকেলে কোপেনহেগেনের বিভিন্ন এলাকাও ঘুরে ঘুরে দেখেন ফরাসি প্রেসিডেন্ট। এসময় ট্যুর ডি ফ্রান্সের পরিচালক ক্রিশ্চিয়ান প্রধুম্মে তাদের সঙ্গে ছিলেন। এছাড়া তাদের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তারাও বাইসাইকেল চালিয়ে তাদের সঙ্গ দেন। খবর এএফপি ও দ্য লোকাল ডেনমার্কের। 

বিশ্বের সবচেয়ে বড় বাইসাইকেল রেস প্রতিযোগিতা 'ট্যুর ডি ফ্রান্স' প্রতি বছরের জুলাইয়ে তিন সপ্তাহব্যাপী অনুষ্ঠিত হয়। ২০১৯ সালে ফ্রান্স এবং বেলজিয়াম এই প্রতিযোগিতার আয়োজন করবে।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোকে এর আগেও বিভিন্ন সময়ে বাইসাইকেল চালাতে দেখা গেছে। 

ডেইলি বাংলাদেশ//আরআই