Alexa ডেঙ্গু কেড়ে নিল শিশু লাবণ্যের প্রাণ

ঢাকা, বৃহস্পতিবার   ২২ আগস্ট ২০১৯,   ভাদ্র ৭ ১৪২৬,   ২০ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

ডেঙ্গু কেড়ে নিল শিশু লাবণ্যের প্রাণ

ফরিদপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০৪:৩০ ১৬ জুলাই ২০১৯  

ডেইলি বাংলাদেশ

ডেইলি বাংলাদেশ

লাবণ্যের পুরো নাম লাবণ্য আলীনা কাজী। বয়স চার বছর দুই মাস। বাবা জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতরের সিনিয়র সহকারী সচিব মো. কাজী ফয়সাল।

২৭তম বিসিএস ব্যাচের ক্যাডার মো. কাজী ফয়সাল ২০১৭ সালের ৪ মে থেকে ২০১৮ সালের ৪ মার্চ পর্যন্ত ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ইউএনও ছিলেন। ১২ বছর ও ৬ বছরের দুটি ছেলে সন্তানের পর তার একমাত্র মেয়ে লাবণ্য আলীনা কাজী।

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সোমবার ভোররাতে ঢাকার স্কয়ার হসপিটালে মারা যায় সে।

ভাঙ্গা উপজেলার ইউএনও মোকতাদিরুল হাসান জানান, গত কয়েকদিন যাবত লাবণ্য ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিলো। সোমবার ভোরে হাসপাতালে তার মৃত্যু হয়। বাদ জোহর গোপালগঞ্জ সদরের পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।

এদিকে ফরিদপুরের ভারপ্রাপ্ত ডিসি রোকসানা রহমান লাবণ্য আলীনা কাজীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

ডেইলি বাংলাদেশ/জেডএম

Best Electronics
Best Electronics