Alexa ডেঙ্গু কেড়ে নিলো যুবকের প্রাণ

ঢাকা, শনিবার   ২১ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ৭ ১৪২৬,   ২২ মুহররম ১৪৪১

Akash

ডেঙ্গু কেড়ে নিলো যুবকের প্রাণ

সাভার প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৮:৩১ ২৪ আগস্ট ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

সাভারের আশুলিয়ায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অজয় দাস নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

অজয় দাস চাঁদপুরের মতলব থানার সুজাতপুর গ্রামের গৌতম দাসের ছেলে।

গৌতম দাস জানান, মঙ্গলবার অজয় জ্বরে আক্রান্ত হলে তাকে প্রথমে আশুলিয়ার হাবিব ক্লিনিকে ভর্তি করা হয়। পরে সেখান থেকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে পরীক্ষা করা হলে ডেঙ্গু ধরা পড়ে। উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।

ডেইলি বাংলাদেশ/আর.এইচ/আরএম