Alexa ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি দেড় হাজার

ঢাকা, সোমবার   ২৩ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ৮ ১৪২৬,   ২৩ মুহররম ১৪৪১

Akash

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি দেড় হাজার

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৭:০২ ১৭ আগস্ট ২০১৯  

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে এক হাজার ৪৬০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৬২১ জন ও অন্যান্য বিভাগে ৮৩৯ জন।

শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বরাত দিয়ে সরকারের এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়। 

স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত জানুয়ারি থেকে ১৭ আগস্ট পর্যন্ত হাসপাতালগুলোতে মোট ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা ৫১ হাজার ৪৭৬ জন। এর মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে চলে গেছেন ৪৩ হাজার ৫৮০ জন। আর মারা গেছেন ৪০ জন।  

এতে আরো জানানো হয়, বর্তমানে সারাদেশের হাসপাতালগুলোতে ৭ হাজার ৮৫৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে ঢাকা বিভাগে ৪ হাজার ৪৩ জন ও অন্যান্য বিভাগে ৩ হাজার ৮১৩ জন।

ডেইলি বাংলাদেশ/এসএইচআর/আরএইচ