Alexa ডেঙ্গুতে ঢামেকে আরো একজনের মৃত্যু

ঢাকা, সোমবার   ২৩ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ৮ ১৪২৬,   ২৩ মুহররম ১৪৪১

Akash

ডেঙ্গুতে ঢামেকে আরো একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৮:৩১ ১৭ আগস্ট ২০১৯   আপডেট: ১৮:৩২ ১৭ আগস্ট ২০১৯

ফাইল ফটো

ফাইল ফটো

ডেঙ্গুতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মনোয়ারা বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। মনোয়ারা বেগমের বাড়ি কিশোরগঞ্জের মিঠামইনে। তার স্বামীর নাম সাইফুল ইসলাম।

শনিবার সকাল ১১টায় চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

মৃতের স্বামী বলেন, মনোয়ারার বেশ কয়েকদিন ধরে জ্বর ছিল। স্থানীয় ভাগলপুর হাসপাতালে তার ডেঙ্গু ধরা পড়ে। সেখানে চিকিৎসা নেয়ার সময় অবস্থার অবনতি হলে গত মঙ্গলবার (১৩ আগস্ট) তাকে ঢামেকের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। পরে তাকে আইসিইউতে নেয়া হয়। চিকিৎসারত অবস্থায় সকালে তিনি মারা যান।

এদিকে স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে ডেঙ্গুতে আক্রান্তও হয়ে ১ হাজার ৪৬০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ বছর ডেঙ্গুতে মোট আক্রান্ত রোগী ৫১ হাজার ৪৫৯ জন। এর মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ৪২ হাজার ২৪৩ জন।

ডেইলি বাংলাদেশ/এমআরকে