Alexa ডিএসই থেকে কমেছে রাজস্ব আয়

ঢাকা, মঙ্গলবার   ২৫ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ১২ ১৪২৬,   ০১ রজব ১৪৪১

Akash

ডিএসই থেকে কমেছে রাজস্ব আয়

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ০৩:৩৭ ২০ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৩:৩৭ ২০ ডিসেম্বর ২০১৮

ফাইল ছবি

ফাইল ছবি

বেশ ক’দিন যাবত টানা পতনের মুখ দেখেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসিই)। আর এই পতনের ধারায় বাজারটি থেকে কমতে শুরু করেছে সরকারের রাজস্ব আয়। 

পরিসংখ্যান বলছে, গেল নভেম্বরে ডিএসই থেকে রাজস্ব আয় কমেছে ১৯ শতাংশ। শুধু তাই নয়, গেল অর্থবছরের একই সময়ের চেয়ে চলতি অর্থবছরে এই আয় কমেছে ২৮ শতাংশ। যা টাকার অঙ্কে ৩৭ কোটি টাকা। এ বছর প্রথম পাঁচ মাসে ডিএসই থেকে সরকারের আয় হয়েছে প্রায় সাড়ে ৯২ কোটি টাকা। গত বছর যা ছিল প্রায় ১২৯ কোটি টাকা।

এদিকে চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে এই পুঁজিবাজার থেকে সরকারের আয় হয় সাড়ে ২২ কোটি টাকা। পরের মাসে সেটি কমে আসে ১৪ কোটিতে। সেপ্টেম্বরে আবার তা বেড়ে হয় ২১ কোটি টাকা। 

তবে এর পরের টানা দুই মাসে আবারো ডিএসই থেকে সরকারের রাজস্ব আয়ে নেতিবাচক ধারা অব্যাহত থাকে। এ প্রেক্ষিতে সূচক ও লেনদেনের পতনকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। কেউ কেউ আবার নির্বাচনের প্রভাবকেও অন্যতম একটি কারণ বলে চিহ্নিত করছেন।

ডেইলি বাংলাদেশ/এসআইএস