ডিএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার ৪১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৩৩ ৭ ডিসেম্বর ২০১৮ আপডেট: ১৮:৩৩ ৭ ডিসেম্বর ২০১৮

ফাইল ফটো
রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ ৪১জনকে গ্রেফতার করেছে মহানগর পুলিশ (ডিএমপি)।
শুক্রবার ডিএমপি’র জনসংযোগ ও গণমাধ্যম বিভাগের ডিসি মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত এ অভিযান চলে। এতে থানা পুলিশের পাশাপাশি মহানগর গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্যরাও অংশ নেয়। ২৪ ঘণ্টার এ অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ মাদক সেবন, বহন ও বিক্রির অভিযোগে ৪১ জনকে গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে ২ হাজার ৫৬৪টি ইয়াবা, ৪৯২ গ্রাম হেরোইন, ১ কেজি ১০০ গ্রাম গাঁজা ও ৭টি ইনজেকশন উদ্ধার করা হয়।
এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় ৩০টি মামলা করা হয়েছে।
ডেইলি বাংলঅদেশ/এসবি/আরএইচ/এমআরকে