Alexa ডাকাতিয়া পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঢাকা, মঙ্গলবার   ১৬ জুলাই ২০১৯,   শ্রাবণ ১ ১৪২৬,   ১২ জ্বিলকদ ১৪৪০

ডাকাতিয়া পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ

চাঁদপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৫:৪৫ ১৯ ফেব্রুয়ারি ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুরে ডাকাতিয়া নদীর তীরে ট্রাকঘাট থেকে ইচলিঘাট পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার সারাদিনের এ অভিযান চালান অ্যাডিশনাল ডিস্ট্রিক ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান। সার্বিক সহযোগিতায় রয়েছে চাঁদপুর পৌরসভা।

অ্যাডিশনাল ডিস্ট্রিক ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান বলেন, ডাকাতিয়া নদীর তীর ও পৌরসভার সড়কের পাশে অবৈধ দখল করে খাবার হোটেল, ইট, বালু, সিমেন্ট ইত্যাদি ব্যবসা করছে। সেখান থেকে ২০ টি বড় স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

তিরি আরো বলেন, পরিবেশ দূষণ থেকে রক্ষা করতে ও শিক্ষার্থীসহ পথচারীদের দীর্ঘদিনের অভিযোগ প্রেক্ষিতে ডাকাতিয়ার দুই তীরে অভিযান চালানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নারায়ন চন্দ্র পাল, মেহেদী হাসান মানিক, গোস্টগার্ড অফিসার মো. আব্দুল জলিল, চাঁদপুর মডেল থানার সেকেন্ড অফিসার অনুপ চক্রবর্তী, ফায়ার সার্ভিস লিডার রেজাউল করিম, চাঁদপুর পৌরসভার ট্যাক্স কর্মকর্তা তৌহিদুল ইসলাম চপল, কাউন্সিলর মাইনুল ইসলাম পাটওয়ারী।

ডেইলি বাংলাদেশ/এমকেএ