Alexa ডাকসু গঠনতন্ত্র সংশোধনের বৈঠক চলছে

ঢাকা, শুক্রবার   ১৭ জানুয়ারি ২০২০,   মাঘ ৪ ১৪২৬,   ২২ জমাদিউল আউয়াল ১৪৪১

Akash

ডাকসু গঠনতন্ত্র সংশোধনের বৈঠক চলছে

ঢাবি প্রতিনিধি

 প্রকাশিত: ১৩:১০ ১০ জানুয়ারি ২০১৯   আপডেট: ১৩:১৬ ১০ জানুয়ারি ২০১৯

ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) গঠনতন্ত্র সংশোধনের লক্ষ্যে ছাত্রসংগঠনগুলোর নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে বসেছেন ঢাবি কর্তৃপক্ষ। 

বৃহস্পতিবার সকাল সোয়া ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের লাউঞ্জে এই বৈঠক শুরু হয়। 

বৈঠকে উপস্থিত আছেন- গঠনতন্ত্র সংশোধন কমিটির আহ্বায়ক আইন বিভাগের অধ্যাপক মিজানুর রহমান, সদস্য অধ্যাপক এএসএম মাকসদু কামাল, অধ্যাপক রহমত উল্লাহ, অধ্যাপক সুপ্রিয়া সাহা ও অধ্যাপক ড. জিনাত হুদা। 

ছাত্র সংগঠনগুলোর নেতৃবৃন্দের মধ্যে আছেন- ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস,সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি মেহেদী তালুকদার, সাধারণ সম্পাদক আবুল বাশার সিদ্দীকী, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রফ্রন্টের সভাপতি সালমান সিদ্দিকী, সাধারণ সম্পাদক তমা বর্মন, ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি উম্মে হাবিবা বেনজীরসহ ১৩টি ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।

ডেইলি বাংলাদেশ/টিআরএইচ