ডাকসুর ভিপি পদের ফল প্রত্যাখ্যান ছাত্রলীগের
নিজস্ব প্রতিবেদক
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ০৪:২৪ ১২ মার্চ ২০১৯

ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি পদের ফলাফল প্রত্যাখ্যান করেছে ছাত্রলীগ। ছাত্রলীগের প্যানেল থেকে জিএস ও এজিএস নির্বাচিত হলেও পরাজিত হন ভিপি পদে।
সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঘোষিত ফলাফলে দেখা যায়, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্যানেল থেকে নুরুল হক নুরের কাছে হেরে যান ছাত্রলীগের প্যানেল থেকে মনোনীত রেজোয়ানুল হক চৌধুরী শোভন।
চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মাহফুজুর রহমান ভিপি হিসেবে নুরুল হক নুরের নাম ঘোষণা পরেই বিক্ষোভ শুরু করে ছাত্রলীগ নেতাকর্মীরা। ‘ভুয়া’ ‘ভুয়া’ বলে চিৎকার করতে থাকেন তারা।
সাধারণ সম্পাদকসহ বাকি ২৪টি পদের একটি বাদে অন্যগুলোতে ছাত্রলীগের প্যানেলের (সম্মিলিত শিক্ষার্থী পরিষদ) প্রার্থীরাই জয়ী হয়েছেন।
ডেইলি বাংলাদেশ/আরএ