উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্স
ঠিকাদারের গাফিলতিতে বন্ধ এক্স-রে সেবা
প্রকাশিত: ০১:১৮ ৫ অক্টোবর ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজারের উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে বিভাগ দুই মাস ধরে বন্ধ রয়েছে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে উপজেলার তিন লাখ মানুষকে।
রোগীদের অভিযোগ, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এক্স-রে করাতে গেলে হাসপাতাল থেকে ফিরে আসতে হয়। পরে বাধ্য হয়ে তাদের অতিরিক্ত টাকা দিয়ে প্রাইভেট ক্লিনিক থেকে এক্স-রে করাতে হয়।
উপজেলার হরিণমারা গ্রামের সুরত আলম বলেন, হাড় ভাঙার জন্য এক্স-রে করতে হাসপাতালে এলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় এক্স-রে বিভাগ বন্ধ। পরে প্রাইভেট ক্লিনিক থেকে এক্স-রে করিয়েছি।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আবদুল মান্নান বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেয়া ডিজিটাল এক্স-রে মেশিন স্থাপন করতে গিয়ে ঠিকাদারের গাফিলতির কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
তিনি আরো বলেন, এখন নতুন ঠিকাদারকে দায়িত্ব দেয়া হয়েছে। অচিরেই ডিজিটাল এক্স-রে মেশিন ও হাসপাতালের ম্যানুয়াল এক্স-রে মেশিন চালু করা হবে।
ডেইলি বাংলাদেশ/এআর