Alexa ঠাকুরগাঁওয়ে বাস খাদে, নিহত ১

ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ৬ ১৪২৬,   ২১ মুহররম ১৪৪১

Akash

ঠাকুরগাঁওয়ে বাস খাদে, নিহত ১

ঠাকুরগাঁও প্রতিনিধি  ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০৭:৫৩ ৯ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৭:৫৭ ৯ সেপ্টেম্বর ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

ঠাকুরগাঁও সদরে নিয়ন্ত্রণ হারানো হানিফ এন্টারপ্রাইজের একটি বাস বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়েছে। এতে বাসের এক নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৭ যাত্রী। 

সোমবার ভোরে উপজেলার ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কের বিজিবি ক্যাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারী যাত্রীর বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। 

হাইওয়ে পুলিশের এএসআই নাজমুল জানান, সোমবার ভোরে ঢাকা থেকে আসা তেতুলিয়াগামী হানিফ এন্টারপ্রাইজের বাসটি সদরের বিজিবি ক্যাম্পের সামনে এলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বাসটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক নারী যাত্রী নিহত হন। এ ঘটনায় প্রায় ১৭ যাত্রী আহত হয়েছেন। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।  

এদিকে আগস্ট মাসে ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় প্রায় ২০ জন নিহত হয়েছেন।

ডেইলি বাংলাদেশ/এমকেএ