Alexa ট্রেনে কাটা পড়ে ঝরল প্রেমিক-প্রেমিকার প্রাণ 

ঢাকা, শনিবার   ২১ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ৬ ১৪২৬,   ২১ মুহররম ১৪৪১

Akash

ট্রেনে কাটা পড়ে ঝরল প্রেমিক-প্রেমিকার প্রাণ 

কুমিল্লা প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৫:২৮ ২৩ আগস্ট ২০১৯   আপডেট: ২০:৩১ ২৩ আগস্ট ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

কুমিল্লার আদর্শ সদরের বানাশুয়া রেলব্রিজের পাশে শুক্রবার দুপুরে ট্রেনে কাটা পড়ে  প্রেমিক-প্রেমিকার মৃত্যু হয়েছে। 

মৃতরা হলেন- কুমিল্লা নগরীর শাসনগাছা এলাকার মো. মনিরুল হকের ছেলে স্বপ্নিল হক আদিত্য ও মুরাদনগর উপজেলার বাসিন্দা সেতু। আদিত্য কুমিল্লা পুলিশ লাইনস স্কুল ও মিতু রেলওয়ে স্কুলের শিক্ষার্থী। 

নিহত স্বপ্নিল হক আদিত্যর বোন জামাই ইঞ্জিনিয়ার জাকির হোসেন জানান, আদিত্য সপ্তম শ্রেণিতে পড়লেও তার বয়স ১৬। সকালে সে নাস্তা খেয়ে পড়তে বসে। তখন তার মোবাইলে একটি কল আসে। ফোন পেয়ে সে আসছি বলে বাসা থেকে বের হয়ে যায়। পড়ে ঘন্টা খানেক পর দুর্ঘটনার খবর পাই। 

প্রত্যক্ষদর্শী আব্দুর রহমান জানান, দুটি ছেলে মেয়ে রেলব্রিজের উপর দিয়ে হেঁটে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আসছিল। ছেলেটি আগেই ব্রিজ থেকে নেমে আসলে মেয়েটি রেলব্রিজের দক্ষিণ অংশে আটকে যায়। তাৎক্ষণিক মেয়েটি ছেলেটির সহযোগিতা চাইলে সে এগিয়ে যায়। এ সময় ট্রেনের নিচে কাটা পড়ে দুইজনই মারা যান। 

কুমিল্লা রেলওয়ে জিআরপি ফাঁড়ির ইনচার্জ এসআই মেজবাউল হক মেজবাহ বলেন, বেলা ১২ টায় ট্রেনে কাটার ঘটনাটি ঘটে। খবর পেয়ে মরদেহগুলো উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে এসেছি।

ডেইলি বাংলাদেশ/এমকেএ