Alexa ট্রেনের বগিতে মাদরাসাছাত্রীকে ধর্ষণ-হত্যাকারীদের শাস্তির দাবি

ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ৫ ১৪২৬,   ২০ মুহররম ১৪৪১

Akash

ট্রেনের বগিতে মাদরাসাছাত্রীকে ধর্ষণ-হত্যাকারীদের শাস্তির দাবি

পঞ্চগড় প্রতিনিধি  ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৩:০২ ২৩ আগস্ট ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকা কমলাপুর রেলস্টেশনে পরিত্যক্ত বগিতে মাদরাসাছাত্রী আছমাকে ধর্ষণ ও হত্যাকারীদের শাস্তির দাবি করা হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার সকালে পঞ্চগড়ের শেরে বাংলা পার্কের চৌরঙ্গি মোড়ের সামনে এক মানববন্ধন হয়। এর আয়োজন করে সামাজিক সংগঠন ‘বাচাঁও পঞ্চগড়’।

’বাচাঁও পঞ্চগড়’ সংগঠনের আহবায়ক পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি মো. শফিকুল ইসলাম আলমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্বাস আলী, নাগরিক কমিটির আহবায়ক অ্যাডভোকেট এরশাদ হোসেন, সাবেক বার সভাপতি অ্যাডভোকেট নাজমুল ইসলাম কাজল, জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ইমরান আল-আমিন, সদর ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান সাবু প্রমুখ।

ডেইলি বাংলাদেশ/এমকেএ