Alexa ট্রাম্পের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করল জাতিসংঘ

ঢাকা, সোমবার   ২৬ আগস্ট ২০১৯,   ভাদ্র ১১ ১৪২৬,   ২৪ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

ট্রাম্পের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করল জাতিসংঘ

 প্রকাশিত: ০০:১৯ ২২ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০০:৩৬ ২২ ডিসেম্বর ২০১৭

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে জাতিসংঘ সাধারণ পরিষদ।

বৃহস্পতিবার নিউ ইয়র্কে সাধারণ পরিষদে এ সংক্রান্ত ভোটাভুটিতে ট্রাম্পের সিদ্ধান্ত প্রত্যাখ্যানের পক্ষে ভোট দিয়েছে ১২৮টি দেশ। বিপরীতে ট্রাম্পের সিদ্ধান্তের পক্ষে ভোট দিয়েছে মাত্র নয়টি দেশ। এছাড়া ভোটদানে অনুপস্থিত ছিল ৩৫ দেশ।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসিতে প্রকাশিত খবরে এসব কথা বলা হয়েছে।

এর আগে গত সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জেরুজালেম প্রশ্নে একটি খসড়া প্রস্তাব উত্থাপন করে মিশর। নিরাপত্তা পরিষদের ১৪ সদস্য দেশ ওই প্রস্তাবের পক্ষে ভোট দেয়। স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র ভেটো দেয়ায় ওই প্রস্তাব বাতিল হয়ে যায়।

ফিলিস্তিন ও ইসরায়েল জেরুজালেমকে তাদের রাজধানী হিসেবে বিবেচনা করে। ৬ ডিসেম্বর যুক্তরাষ্ট্র জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়। যুক্তরাষ্ট্রই প্রথম দেশ, যে এই স্বীকৃতি দিল।

দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানায় আরব বিশ্ব ও আন্তর্জাতিক সম্প্রদায়।

ডেইলি বাংলাদেশ/এমআরকে

Best Electronics
Best Electronics