ট্রাক কেড়ে নিল কলেজছাত্রের প্রাণ
মাগুরা প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ০১:১৪ ২০ মার্চ ২০২০ আপডেট: ০১:৪৭ ২০ মার্চ ২০২০

প্রতীকী ছবি
মাগুরায় ট্রাকের ধাক্কায় অন্তু নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অন্তু সদর উপজেলার বেলনগর গ্রামের মিঠুন মোল্যার ছেলে ও মাগুরা আদর্শ কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
মাগুরা হাইওয়ে পুলিশের পরিদর্শক শাহ জালাল বাবুল জানান, নিজ বাড়ি বেলনগর থেকে হতে মোটরসাইকেল যোগে অন্তু মাগুরা শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় মাগুরা-ফরিদপুর সড়কের লক্ষিকান্দর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পুলিশ ট্রাকটি হেফাজতে নিলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান তিনি।
ডেইলি বাংলাদেশ/আরএম