Alexa ট্যাবলেটের পাতার একপাশে খোদাই করা লেখাটির মানে জানেন কি?

ঢাকা, শনিবার   ১৪ ডিসেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ৩০ ১৪২৬,   ১৭ রবিউস সানি ১৪৪১

ট্যাবলেটের পাতার একপাশে খোদাই করা লেখাটির মানে জানেন কি?

স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১২:০৯ ২ ডিসেম্বর ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অসুস্থ হলে কম বেশি আমরা সবাই ওষুধ খেয়ে থাকি। কারণ সুস্থতার জন্য ওষুধ খাওয়া জরুরি। ওষুধ সিরাপ ও ট্যাবলেট দুই রকমের হয়ে থাকে। প্রয়োজনের তাগিদে দুটোই সেবন করতে হয়।

তবে ওষুধ খাওয়ার আগে অবশ্যই সতর্ক হওয়া জরুরি। জেনে নেয়া দরকার এর মেয়াদ সম্পর্কে। সিরাপের গায়ে আপনি স্পষ্টাক্ষরে মেয়াদ (ব্যাচ নং+উৎপাদন তারিখ+ মেয়াদ তারিখ) লেখা পাবেন। কিন্তু ট্যাবলেটের পাতায় তা থাকে না। তবে ট্যাবলেটের পাতার একপাশে খোদাই করা লেখাটি  কখনো খেয়াল করেছেন কি? হ্যাঁ, এই খোদাই করা লেখাতেই লুকিয়ে আছে ট্যাবলেটের আসল রহস্য। চলুন জেনে নেয়া যাক এই খোদাই করা লেখাটির আসল অর্থ-

খোদাই করা লেখাটির প্রথমে থাকবে ব্রান্ডের ব্যাচ বা কোড নং, এরপর E বা Ex বা EXP (যার অর্থ- Expire Date বা মেয়াদ উত্ত্বীর্ণের তারিখ) লেখা থাকবে। এক্ষেত্রে প্রথমে মাস, পরে সাল/সন (অংকে) খোদাই করা থাকে। যদি লেখা থাকে E 06 19 যার অর্থ- মেয়াদ জুন মাস, সালটা হবে ২০১৯।

এবার জানলেন তো! এখন থেকে ট্যাবলেট কিনলে অবশ্যই এই খোদাই করা লেখাটি ভালোভাবে খেয়াল করে কিনবেন। তবেই থাকবেন ঝুঁকিমুক্ত।

ডেইলি বাংলাদেশ/এএ