Alexa টোঙ্গার প্রধানমন্ত্রী আকিলিসি পোহিবা মারা গেছেন

ঢাকা, বুধবার   ১৮ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ৩ ১৪২৬,   ১৮ মুহররম ১৪৪১

Akash

টোঙ্গার প্রধানমন্ত্রী আকিলিসি পোহিবা মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৬:৩৭ ১২ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ১৬:৪৪ ১২ সেপ্টেম্বর ২০১৯

টোঙ্গার প্রধানমন্ত্রী আকিলিসি পোহিবা

টোঙ্গার প্রধানমন্ত্রী আকিলিসি পোহিবা

দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় স্বাধীন দ্বীপরাষ্ট্র টোঙ্গার প্রধানমন্ত্রী এবং গণতান্ত্রিক নেতা আকিলিসি পোহিবা মারা গেছেন।

বৃহস্পতিবার অকল্যান্ডের এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিউমোনিয়ার চিকিৎসার জন্য একদিন আগে টোঙ্গা থেকে বিমানে তাকে সেখানে নেয়া হয়েছিল।

আকিলিসি পোহিবার অফিস থেকে এক বার্তায় বলা হয়, ৭৮ বছর বয়সের আকিলিসি কয়েক বছর ধরে অসুস্থতায় ভুগছিলেন।

রেডিও নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন জানায়, আকিলিসি বৃহস্পতিবার সকালে অকল্যান্ড সিটি হাসপাতালে মারা গেছেন। তবে টোঙ্গার কর্মকর্তারা এ বিষয়ে কিছু জানায়নি এবং নিউজিল্যান্ডে দেশটির দূতাবাস কোন মন্তব্য করেনি।

ইতিহাসের সাবেক শিক্ষক পোহিবা টোঙ্গায় বৃহত্তর গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রভাবশালী নেতা ছিলেন। পোহিবা ১৯৮৭ সালে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন এবং ২০১৪ সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।

২০১৭ সালে টোঙ্গার রাজা কিং তুপৌ ৬ষ্ঠ পার্লামেন্ট ভেঙে দিয়ে পোহিবাকে বরখাস্ত করেন। পরে রাজা পার্লামেন্টের আগাম নির্বাচন ঘোষণা করেন। এই নির্বাচনে পোহিবার দল বিজয়ী হলে তিনি আবার প্রধানমন্ত্রী হন।

ডেইলি বাংলাদেশ/আরএইচ