Alexa টেস্ট র‌্যাংকিংয়ে ৪ টাইগারের উন্নতি

ঢাকা, শনিবার   ২৪ আগস্ট ২০১৯,   ভাদ্র ৯ ১৪২৬,   ২২ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

টেস্ট র‌্যাংকিংয়ে ৪ টাইগারের উন্নতি

 প্রকাশিত: ১৬:১৫ ৮ সেপ্টেম্বর ২০১৭  

ফাইল ছবি

ফাইল ছবি

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টের সিরিজের প্রথম ম্যাচের জয়ের পর শীর্ষ আটে উঠে এসেছিল বাংলাদেশ। ২য় ম্যাচে হারের পর আগের অবস্থায় ফিরে গেলেও ব্যক্তিগত র‌্যাংকিংয়ে উন্নতি করেছে মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান মিরাজ।

তাদের মধ্যে সাব্বির রহমান ও মোস্তাফিজুর রহমান এগিয়েছেন চোখে পড়ার মতো। শুক্রবার প্রকাশিত নতুন আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে সাব্বির-মোস্তাফিজের সঙ্গে উন্নতি হয়েছে মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজের। নিজ নিজ ক্ষেত্রে পারফরম্যান্স করে এ পুরস্কার পেয়েছেন তারা।

২২ ধাপ এগিয়ে ব্যাটসম্যান র‌্যাংকিংয়ে সাব্বির রহমানের অবস্থান এখন ৭৩ নম্বরে। ১২ ধাপ এগিয়ে বোলিং র‌্যাংকিংয়ে ৪৩ নম্বরে মোস্তাফিজুর রহমান। ক্যারিয়ার সেরা ৬৫৮ রেটিং পয়েন্ট নিয়ে এক ধাপ এগিয়ে ২২ নম্বরে বাংলাদেশের টেস্ট অধিনায়ক। বোলার র‌্যাংকিংয়ে মোস্তাফিজের সঙ্গে এগিয়েছেন মিরাজ। এ স্পিনার অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৩ উইকেট নিয়েছেন। এক ধাপ এগিয়ে মিরাজের র‌্যাংকিং ২৯ নম্বরে।

ডেইলি বাংলাদেশ/টিআরএইচ

Best Electronics
Best Electronics