টেকনাফ-সেন্টমার্টিন রুটে দুই জাহাজ নিষিদ্ধ
ভ্রমণ প্রতিবেদক
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১২:৩৬ ২৪ জানুয়ারি ২০২০

ফাইল ছবি/ ডেইলি বাংলাদেশ
দেশের অন্যতম শীর্ষ পর্যটন গন্তব্য সেন্টমার্টিন। টেকনাফ থেকে প্রতিদিন বেশ কয়েকটি জাহাজ সেন্টমার্টিন রুটে চলাচল করে। পর্যটকদের নিরাপত্তার কথা চিন্তা না করে লক্কড়-ঝক্কড় একাধিক জাহাজ চলাচলের অভিযোগ ছিল। এ অভিযোগের ভিত্তিতে দুটি জাহাজ নিষিদ্ধ করেছে প্রশাসন।
এম ভি পারিজাত ও এম ভি দোয়েল পাখি ১—এ দুটি নৌযানের চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হাইকোর্টে পূর্বের একটি রিট পিটিশন (চলাচলের অনুমতি) স্থগিতের জন্য নৌ পরিবহন মন্ত্রনালয় থেকে আবেদন করা হয়।
হাইকোর্ট এ পিটিশন নিস্পত্তি না হওয়া পর্যন্ত (২৮ ফেব্রুয়ারি) এম ভি পারিজাত (এম-০১-১১২১) ও এম ভি দোয়েল পাখি ১ (এম-০১-১৬৬৯) এর টেকনাফ-সেন্টমার্টিন নৌ-পথে চলাচল স্থগিত রাখতে আদেশ দিয়েছেন। সঙ্গে পিটিশনটির পুনরায় শুনানির জন্য ২ মার্চের তারিখ নির্ধারণ করেছেন।
ডেইলি বাংলাদেশ/এনকে