Alexa টেকনাফে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নিহত

ঢাকা, শুক্রবার   ০৬ ডিসেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ২২ ১৪২৬,   ০৯ রবিউস সানি ১৪৪১

টেকনাফে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নিহত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০৯:১৮ ১৫ নভেম্বর ২০১৯   আপডেট: ১০:০৮ ১৫ নভেম্বর ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে দুই বিজিবি সদস্য আহত হয়েছেন।  

শুক্রবার ভোরে উপজেলার হ্নীলা ইউপির লেদা ছ্যুরি খালের কেওড়া বাগানে এ বন্দুকযুদ্ধ হয়। নিহত নুর কবির মিয়ানমারের আকিয়াব জেলার মংডু থানার মোতালেবের ছেলে। 

টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, লেদা বিওপির একটি বিশেষ টহলদল ছ্যুরি খালের বেড়িবাঁধ এলাকায় নিয়মিত টহলে যায়। টহলের এক পর্যায়ে কেওড়া বাগানের মাটির নিচ থেকে কালো পলিথিনে মোড়ানো একটি বস্তা উঠায় তিন থেকে চারজন। 

এ সময় টহলদলের উপস্থিতি টের পেয়ে বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে চারজন। তাৎক্ষণিক আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি ছুড়ে। এতে উভয়ের মধ্যে ১৫ মিনিট গোলাগুলির পর পালিয়ে যায় তারা। পরে ঘটনাস্থল থেকে এক লাখ ২০ হাজার ইয়াবা, একটি দেশি তৈরি বন্দুক, দুই রাউন্ড তাজা কার্তুজসহ গুলিবিদ্ধ অবস্থায় এক রোহিঙ্গাকে উদ্ধার করা হয়।

এরপর গুলিবিদ্ধকে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিতে বলেন । তাকে কক্সাবাজার সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এখন তার মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এছাড়া এ ঘটনায় আহত দুই বিজিবি সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। 

ডেইলি বাংলাদেশ/এমকেএ