Alexa টেকনাফে বন্দুকযুদ্ধে তিন মাদক ব্যবসায়ী নিহত

ঢাকা, রোববার   ২১ জুলাই ২০১৯,   শ্রাবণ ৭ ১৪২৬,   ১৮ জ্বিলকদ ১৪৪০

টেকনাফে বন্দুকযুদ্ধে তিন মাদক ব্যবসায়ী নিহত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০৬:৪১ ১৬ জুন ২০১৯   আপডেট: ১৪:৪৫ ১৬ জুন ২০১৯

ফাইল ছবি

ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউপিরর শামলাপুরের পাহাড়ি এলাকায় শনিবার রাতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে তিন মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।

নিহতরা হলেন- সদর উপজেলার চৌধুরী পাড়ার গবি সুলতানের ছেলে দিল মোহাম্মদ, একই এলাকার মোহাম্মদ ইউনুছের ছেলে রাসেদুল ইসলাম ও চট্টগ্রামের মাস্টার হাট আমিরাবাদের আবুল কাসেমের ছেলে শহিদুল ইসলাম।

এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন। তারা হলেন- সৈনিক মোহাম্মদ জাহাঙ্গীর ও কনস্টেবল মোহাম্মদ সোহেল।

র‌্যাব-১৫ এর ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট মীর্জা শাহেদ মাহতাব বলেন, টেকনাফের হোয়াইক্যংয়ের পাহাড়ি ঢালা এলাকায় ইয়াবার একটি বড় চালান পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ব্যবসায়ীরা গুলি চালায়। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালালে ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ওই তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আহত র‌্যাব সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

লেফটেন্যান্ট মীর্জা শাহেদ বলেন, মরদেহগুলো সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে এক লাখ ৪০ হাজার ইয়াবা, চারটি এলজি ও ২১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

ডেইলি বাংলাদেশ/এমআর