Alexa টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা-যৌথসভা কাল 

ঢাকা, সোমবার   ১৭ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ৫ ১৪২৬,   ২৩ জমাদিউস সানি ১৪৪১

Akash

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা-যৌথসভা কাল 

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২২:১৪ ২৩ জানুয়ারি ২০২০  

ফাইল ফটো

ফাইল ফটো

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি ও উপদেষ্টা পরিষদ নেতাকর্মীরা আগামীকাল শুক্রবার টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর মিলাদ মাহফিল এবং যৌথসভায় অংশগ্রহণ করবেন। 

আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, শুক্রবার সকাল ৭টায় জাতীয় সংসদ ভবন মিডিয়া সেন্টার থেকে আওয়ামী লীগের নব-নির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের নেতারা জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের জন্য টুঙ্গীপাড়ার উদ্দেশ্যে যাত্রা করবেন।

এদিন সকাল ১১ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর তিনি আওয়ামী লীগ সভাপতি হিসেবে কেন্দ্রীয় নেতা ও উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করবেন।

ডেইলি বাংলাদেশ/জাআ/এমআরকে