Alexa টুইঙ্কেলের সঙ্গে সময় কাটাতে গিয়ে ধরা পড়লেন অক্ষয়

ঢাকা, সোমবার   ২৬ আগস্ট ২০১৯,   ভাদ্র ১১ ১৪২৬,   ২৪ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

টুইঙ্কেলের সঙ্গে সময় কাটাতে গিয়ে ধরা পড়লেন অক্ষয়

 প্রকাশিত: ২১:৩৩ ১৯ ডিসেম্বর ২০১৭  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্না, ১৭ বছরের দাম্পত্যে প্রেম এখনও বিন্দুমাত্র কমেনি। সময় পেলেই একে অপরের সঙ্গে সময় কাটান, সময় দেন দুই ছেলেমেয়েকেও।

তবে এবার একান্তে নিভৃতে ডেট করতে গিয়ে ক্যামেরায় ধরা পড়লেন অক্ষয় ও টুইঙ্কেল।

একসঙ্গে অনেকগুলো সিনেমার শ্যুটিংয়ে বেশ কয়েকমাস ব্যস্ত ছিলেন অক্ষয়। একদিকে `২.০`, অন্যদিকে `প্যাডম্যান`, তার ওপর আবার `গোল্ড`। একসঙ্গে অনেকগুলি কাজের চাপে অক্ষয় যখন নাজেহাল, অক্ষয় ঘরনী তখন সংসার সামলেছেন ও ছেলেমেয়েকে সময় দিয়েছেন। তাই কাজ শেষ হতেই স্ত্রীর সঙ্গে সময় কাটাতে বেরিয়ে পড়েছেন এই দেশি বয়।

মুম্বাইয়ের বান্দ্রার একটি রেস্তোরাঁয় একান্তে ডিনার গিয়ে ভক্তদের ক্যামেরায় ধরা পড়লেন বলিউডের খিলাড়ি। তবে একান্তে সময় কাটানোর সময়েও ভক্তদের খপ্পরে পড়ে বিন্দুমাত্র বিরক্ত হলেন না তাঁরা, দিব্যি পোজ দিলেন ক্যামেরার সামনে।

ডেইলি বাংলাদেশ/আরকে

Best Electronics
Best Electronics