টানা ১০ দিন তামার পাত্রে পানি পানের সুফল জেনে নিন
প্রকাশিত: ২১:৩৪ ২৭ জানুয়ারি ২০২০ আপডেট: ২১:৩৬ ২৭ জানুয়ারি ২০২০

ছবি: সংগৃহীত
তামার পাত্রে পানি পানের প্রচলন আজ থেকে নয়। আমাদের পূর্বপুরুষরাও তামার পাত্রে পানি সংরক্ষণ এবং পান করতেন।
কারণ সে সময়টায় বিশ্বাস করা হতো, তামার পাত্রে সংরক্ষণের ফলে পানিতে থাকা ব্যাকটেরিয়া এবং এর অনুজীবগুলো ধ্বংস হয়।
এখন পানি বিশুদ্ধকরণ বা সংরক্ষণের নানা উপায় আবিষ্কৃত হয়েছে। তবে তামার পাত্রে পানি সংরক্ষণ ও পান করার সুফল জানেন কি?
তামা একটি ট্রেস খনিজ এছাড়াও এটিতে অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিঅক্সিড্যান্ট, অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টি-কার্সিনোজেনিক বৈশিষ্ট্য রয়েছে। যা স্বাস্থ্যের জন্য খুবই দরকারী।
টানা ১০ দিন তামার পাত্রে পানি খেয়ে দেখুন। যে উপকারগুলো পাবেন-
> এতে করে আপনার অন্ত্রের সমস্যা সমাধান হবে।
> আপনার ঠাণ্ডার সমস্যা কমাবে।
> গলা ব্যথা বা ঘা হলে তা সারিয়ে দেয়।
> শরীরে বাতের ব্যথা সারাতে এটি খুবই কার্যকরী।
> এটি বিভিন্ন অঙ্গ এবং অনেক বিপাকীয় প্রক্রিয়াগুলোর যথাযথ কার্যকারিতাও নিশ্চিত করে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
ডেইলি বাংলাদেশ/আরএজে