টাঙ্গাইলে ৪৩ জুয়াড়ি গ্রেফতার
টাঙ্গাইল প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৮:১৮ ১৮ ফেব্রুয়ারি ২০২০

ছবি: ডেইলি বাংলাদেশ
টাঙ্গাইলের সখিপুরে টাকা, মোবাইল, জুয়ার সরঞ্জামসহ ৪৩ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে ওই উপজেলার হাতীবান্ধা ইউপির দেওয়ানপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।
সখিপুর থানার ওসি মো. আমির হোসেন জানান, দেওয়ানপাড়ায় ঘন জঙ্গলে ঘেরা অনাবাদী জমিতে তাবু টাঙিয়ে ইস্কান্দার দেওয়ানের নেতৃত্বে অর্ধশতাধিক মানুষ জুয়া খেলতে আসে। সোমবার রাতে কমিউনিটি পুলিশ ও স্থানীয়রা তাদের ঘিরে ফেলে। পরে পুলিশ গিয়ে এক লাখ ছয় হাজার ৯৬০ টাকা, মোবাইল, জুয়ার সরঞ্জামসহ ৪৩ জনকে আটক করে।
ওসি আরো জানান, আটকরা টাঙ্গাইল, ময়মনসিংহ, গাজীপুরসহ বিভিন্ন জেলার বাসিন্দা। তাদের বিরুদ্ধে মামলা করে মঙ্গলবার দুপুরে জুয়াড়িদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ডেইলি বাংলাদেশ/এআর