Alexa টাঙ্গাইলে ১১১ গ্রাম প্লাবিত

ঢাকা, শুক্রবার   ২৩ আগস্ট ২০১৯,   ভাদ্র ৮ ১৪২৬,   ২১ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

টাঙ্গাইলে ১১১ গ্রাম প্লাবিত

টাঙ্গাইল প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১২:৫৮ ১৮ জুলাই ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে টাঙ্গাইলের সবগুলো নদীর পানি বাড়ছে। এরইমধ্যে পাঁচটি উপজেলার ১১১টি গ্রাম প্লাাবিত হয়ে ১৭ হাজার আটশ পরিবার পানিবন্দী জীবনযাপন করছে। বন্ধ হয়ে গেছে ৬৭টি শিক্ষাপ্রতিষ্ঠান।

বৃস্পতিবার সকাল থেকে যমুনার পানি বিপদসীমার ৯১ সেন্টিমিটার, ধলেশ্বরীর পানি ১১২ সেন্টিমিটার, ঝিনাই নদীর পানি ৬৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বুধবার মধ্যরাতে ভূঞাপুরের তারাই গ্রামের সড়ক ভেঙে কুতুবপুর, পলিশা, বেতুয়া, বাহাদীপুর প্লাবিত হয়েছে। হুমকির মুখে পড়েছে ভূঞাপুর-তারাকান্দি সড়কও। টাঙ্গাইল সদরের দাইন্যা ইউপির ৮নং ওয়ার্ডের বিন্যাফৈর-চরপাড়া সড়ক ভেঙে যোগাযোগ বন্ধ রয়েছে। 

টাঙ্গাইলের ডিসি মো. শহিদুল ইসলাম বলেন, বসতবাড়িতে পানি ঢুকে হাজারো মানুষ উঁচু বাঁধ ও আশ্রয়কেন্দ্রে উঠেছে। বন্যা কবলিতদের মাঝে ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে। ১২টি সরকারি আশ্রয়কেন্দ্রসহ সবগুলো আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

ডেইলি বাংলাদেশ/এআর

Best Electronics
Best Electronics