Alexa টাঙ্গাইলে সড়কে ঝরল দুই প্রাণ

ঢাকা, মঙ্গলবার   ২০ আগস্ট ২০১৯,   ভাদ্র ৫ ১৪২৬,   ১৮ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

টাঙ্গাইলে সড়কে ঝরল দুই প্রাণ

টাঙ্গাইল প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৫:২৩ ১৩ আগস্ট ২০১৯   আপডেট: ১৫:৪৩ ১৩ আগস্ট ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

টাঙ্গাইলের ঘাটাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৯ জন।

মঙ্গলবার সকালে উপজেলার বানিয়াপাড়া ও ছামানের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশরাফ আলী উপজেলার সন্ধাপুর ইউপির দিয়া বাড়ি গ্রামের নান্নু মিয়ার ছেলে। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।

ঘাটাইল থানার ওসি (তদন্ত) এনামুল হক চৌধুরী জানান, টাঙ্গাইল থেকে প্রান্তিক পরিবহনের একটি বাস ময়মনসিংহের দিকে যাচ্ছিল। পথে ঘাটাইল উপজেলার টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের বানিয়াপাড়া এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত হন ১৭ জন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

অপরদিকে ঈদের ছুটিতে ঘোরাঘুরির সময় উপজেলার ছামানের বাজার এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক আশরাফ আলীকে মৃত ঘোষণা করেন। আহত দুইজনেক টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি বাংলাদেশ/এমআর

Best Electronics
Best Electronics