Alexa টাঙ্গাইলে বিশ্ব এইডস দিবস পালিত

ঢাকা, বুধবার   ১৬ অক্টোবর ২০১৯,   কার্তিক ১ ১৪২৬,   ১৬ সফর ১৪৪১

Akash

টাঙ্গাইলে বিশ্ব এইডস দিবস পালিত

টাঙ্গাইল প্রতিনিধি

 প্রকাশিত: ১১:১০ ২ ডিসেম্বর ২০১৮   আপডেট: ১১:১০ ২ ডিসেম্বর ২০১৮

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

এইচআইভি পরীক্ষা করুন, নিজেকে জানুন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে স্বাস্থ্য বিভাগ ও লাইট হাউসের উদ্যোগে টাঙ্গাইলে বিশ্ব এইডস দিবস পালন হয়েছে।

শনিবার সকালে এ উপলক্ষে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল থেকে একটি র‌্যালি বের হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র‌্যালিটি পুনরায় ওই হাসপাতালে গিয়ে শেষ হয়।

পরে হাসপাতালের সম্মেলন কক্ষে আলোচনায় অংশ নেন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নারায়ন চন্দ্র সাহা, শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলী প্রমুখ।

এসময় স্বাস্থ্য বিভাগ, লাইট হাউজ, এনজিও কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে লাইট হাউসের উদ্যোগে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে দিনব্যাপী তথ্য ও পরামর্শ কেন্দ্রের মাধ্যমে এইচআইভি/এইডস সম্পর্কে বিভিন্ন তথ্য প্রদান করা হয়। আমিও জানতে চাই, সতেচন হই সুস্থ্য থাকি লিপলেট বিতরণ, কনডম বিতরণসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন।

ডেইলি বাংলাদেশ/জেএইচ