Alexa টাঙ্গাইলে বিলে মিলল শিশুর মরদেহ

ঢাকা, শুক্রবার   ২৮ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ১৫ ১৪২৬,   ০৪ রজব ১৪৪১

Akash

টাঙ্গাইলে বিলে মিলল শিশুর মরদেহ

টাঙ্গাইল প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৬:৩২ ১৭ জানুয়ারি ২০২০   আপডেট: ১৬:৩৪ ১৭ জানুয়ারি ২০২০

ছবি: ডেইলি ‍বাংলাদেশ

ছবি: ডেইলি ‍বাংলাদেশ

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার একটি বিল থেকে মেহের আলী নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার উপজেলার সাগরদিঘী শোলাকুড়া গ্রামে বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মেহের আলী উপজেলার শোলাকুড়া গ্রামের আব্দুর রহিম মুন্সির ছেলে।  

সাগরদিঘীর ওসি মো. জাকির হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধায় শিশু মেহের আলী তার মামা শামিমের সঙ্গে খেলতে যায়। রাতে বাড়ি না ফেরায় অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। 

পরদিন সকালে বাড়ির পাশে শোলাকুড়া বিলে মেহের আলীর মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় মামা শামিমসহ তার বাবা-মা পলাতক রয়েছে।

তিনি আরো বলেন, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ডেইলি বাংলাদেশ/জেডআর