টাঙ্গাইলে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপের উদ্বোধন
প্রকাশিত: ১৬:৩৭ ১ সেপ্টেম্বর ২০১৯ আপডেট: ১৬:৪৩ ১ সেপ্টেম্বর ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ
টাঙ্গাইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়েছে।
রোবার দুপুরে জেলা স্টেডিয়ামে এর উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
এতে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দীন, যুগ্ম সচিব ওমর ফারুক, টাঙ্গাইল-৫ আসনের এমপি ছানোয়ার হোসেন, এসপি সঞ্জিত কুমার রায় (বিপিএম)।
ডিসি মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম সচিব ওমর ফারুক, টাঙ্গাইল-২ আসনের এমপি ছোট মনির, টাঙ্গাইল-৩ আসনের এমপি আতাউর রহমান খান, টাঙ্গাইল-৪ আসনের এমপি হাসান ইমাম খান সোহেল হাজারী, টাঙ্গাইল-৬ আসনের এমপি আহসানুল ইসলাম টিটু, টাঙ্গাইল-৮ আসনের এমপি একাব্বর হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, এডিসি (সার্বিক) মোহাম্মদ মোশারফ হোসেন খান, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, জেলা ক্রীড়া অফিসার আল-আমিন সবুজ, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ প্রমুখ।
উদ্বোধনী খেলায় বালক (অনূর্ধ্ব-১৭) অংশ নেয় টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউপি ও ছিলিমপুর ইউপি।
বালিকা (অনূর্ধ্ব-১৭) অংশ নেয় সদর উপজেলা ও নাগরপুর উপজেলা।
ডেইলি বাংলাদেশ/এমআর/সালি