Alexa টাঙ্গাইলে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

ঢাকা, মঙ্গলবার   ২৮ জানুয়ারি ২০২০,   মাঘ ১৪ ১৪২৬,   ০২ জমাদিউস সানি ১৪৪১

Akash

টাঙ্গাইলে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

টাঙ্গাইল প্রতিনিধি

 প্রকাশিত: ১৩:২৪ ১০ জানুয়ারি ২০১৯   আপডেট: ১৩:২৪ ১০ জানুয়ারি ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

টাঙ্গাইলে বৃহস্পতিবার সকালে নানা কর্মসুচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন হয়েছে। 

এ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ হতে জেলা আওয়ামী লীগের উদ্যাগে একটি শোভাযাত্রা বের হয় হয়। এটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আওয়ামী লীগ অফিসের সামনে সমাবেশে মিলিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের এমপি, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, নাহার আহমেদ, শাহজাহান আনসারী, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনির এমপি, শহর আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেনসহ অন্যন্য নেতা-কর্মীরা শোভাযাত্রায় অংশ নেন।

এর আগে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগ ও সব সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

ডেইলি বাংলাদেশ/জেএইচ