Alexa টাঙ্গাইলে পিসি-এপিসিদের ফায়ারিং অনুশীলন

ঢাকা, বুধবার   ২৪ জুলাই ২০১৯,   শ্রাবণ ৯ ১৪২৬,   ২০ জ্বিলকদ ১৪৪০

টাঙ্গাইলে পিসি-এপিসিদের ফায়ারিং অনুশীলন

টাঙ্গাইল প্রতিনিধি

 প্রকাশিত: ১৪:৩৭ ৮ ডিসেম্বর ২০১৮   আপডেট: ১৪:৩৭ ৮ ডিসেম্বর ২০১৮

ফাইল ফটো

ফাইল ফটো

টাঙ্গাইলে আনসারের পিসি ও এপিসিদের শর্টগানের ফায়ারিং অনুশীলন শুক্রবার শেষ হয়েছে।

একাদশ সংসদ নির্বাচনের পূর্ব প্রস্তুতি হিসেবে তাদের এ অনুশীলন করানো হয়।

সদর উপজেলার চালাবাড়ি এসডিএস চত্বরে ফায়ারিং অনুশীলন সমাপনীতে বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর টাঙ্গাইল জেলা কমান্ড্যান্ট মো. মইনুল ইসলাম পিএএম।

এতে জেলার ১২টি উপজেলার ৮ শ আনসারের পিসি. এপিসি অংশ নেন।

টাঙ্গাইল জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সার্কেল অ্যাডজুট্যান্ট মোহাম্মদ নুরুজ্জামান বলেন, একাদশ সংসদ নির্বাচনে টাঙ্গাইল জেলায় ১হাজার ১টি ভোট কেন্দ্রে ২ হাজার ২জন পিসি ও এপিসিদের অস্ত্রসহ দায়িত্ব পালন করবেন। এ জন্য তাদেরকে নির্বাচনে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত করা হচ্ছে।

ডেইলি বাংলাদেশ/জেএইচ