Alexa টাঙ্গাইলে নৌকাডুবিতে তলিয়ে গেল কলেজছাত্রী

ঢাকা, বুধবার   ২৩ অক্টোবর ২০১৯,   কার্তিক ৭ ১৪২৬,   ২৩ সফর ১৪৪১

Akash

টাঙ্গাইলে নৌকাডুবিতে তলিয়ে গেল কলেজছাত্রী

টাঙ্গাইল প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২২:৪২ ১৫ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ২২:৪৬ ১৫ সেপ্টেম্বর ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

টাঙ্গাইলের মির্জাপুরে নদী পারাপারের সময় নৌকাডুবিতে নীলিমা নামের এক কলেজছাত্রী তলিয়ে গেছেন। এ ঘটনার পর তাকে উদ্ধার করতে অভিযান চালিয়েছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। 

রোববার দুপুরে উপজেলার উয়ার্শী ইউপি বারিন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ কলেজছাত্রী উপজেলার মসদই গ্রামের আলমগীর লস্করের মেয়ে। তিনি নতুন কহেলা কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মো. বেল্লাল হোসেন বলেন, দুপুরে কলেজ থেকে বাড়ি ফেরার পথে নিলীমাসহ সহপাঠীরা নদী পারাপার হচ্ছিল। এ সময় অতিরিক্ত লোক থাকায় মাঝ নদীতে নৌকাটি ডুবে যায়। এতে সবাই সাঁতার কেটে উঠলেও নদীর পানিতে তলিয়ে যায় নিলীমা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে তিনজন ডুবুরি, মির্জাপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার অভিযান পরিচালনা করছে। 

ডেইলি বাংলাদেশ/এমকেএ