টাঙ্গাইলের সড়কে মিলল মরদেহ
টাঙ্গাইল প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৩:১১ ২২ জুলাই ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ
টাঙ্গাইলের কালিহাতী সড়ক থেকে এক ব্যক্তি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।
সোমবার সকালে টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কের সরাতৈল এলাকা থেকে মরদেহটি উদ্ধার হয়।
এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মোশারফ হোসেন বলেন, সরাতৈল এলাকায় এক ব্যক্তিকে বাস বা ট্রাক চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তি নিহত হয়। পরে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।
ডেইলি বাংলাদেশ/জেএস