Alexa টাকার উপর ঘুমাচ্ছেন পুলিশ

ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ৬ ১৪২৬,   ২৩ রবিউল আউয়াল ১৪৪১

Akash

টাকার উপর ঘুমাচ্ছেন পুলিশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৭:৪৯ ৬ নভেম্বর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

নারায়ণগঞ্জে গোয়েন্দা পুলিশের এক সদস্যের টাকার উপর ঘুমানোর ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে।

বুধবার সকাল থেকে ফেসবুক ব্যবহারকারীদের টাইমলাইনে ঘুরে বেড়ানো ছবিটিতে দেখা গেছে, সিদ্ধিরগঞ্জে সড়কের পাশে রাখা একটি মাইক্রোবাসে ঘুমিয়ে আছেন জেলা গোয়েন্দা পুলিশের এসআই মো. আরিফ। এ সময় মাইক্রোবাসের সিটে বিপুল পরিমাণ টাকা দেখা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জ ও আশপাশের এলাকায় টহল দিচ্ছিলেন এসআই আরিফসহ গোয়েন্দা পুলিশের সদস্যরা। বুধবার সকালে তাদের গাড়িটি সড়কের পাশে পার্কিং করা ছিলো। ওই সময় গাড়ির ভেতর ঘুমন্ত কর্মকর্তা ও টাকার বান্ডিল দেখে ছবি তোলেন স্থানীয়রা। প্রতিটি বান্ডিলে একশ, পাঁচশ, এক হাজার টাকার নোট রয়েছে। সেই ছবিই ঘুরে বেড়াচ্ছে ফেসবুকে।

এসআই আরিফ বলেন, আমার পাশে যে টাকাগুলো ছবিতে দেখা গেছে সেগুলো মায়ের চিকিৎসার জন্য এক বন্ধুর কাছ থেকে নিয়েছিলাম। সেখানে এক লাখ ২০ হাজার টাকা ছিলো। ঘটনাটি চার-পাঁচ মাস আগের ঘটনা। ওই সময়ের ছবিটি এখন ভাইরাল হয়েছে।

ডেইলি বাংলাদেশ/এআর