Alexa টাইগার হেডকোচ স্টিভ রোডস

ঢাকা, রোববার   ২৫ আগস্ট ২০১৯,   ভাদ্র ১০ ১৪২৬,   ২৩ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

টাইগার হেডকোচ স্টিভ রোডস

 প্রকাশিত: ১৭:৩৫ ৭ জুন ২০১৮   আপডেট: ০৩:০২ ৮ জুন ২০১৮

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

দীর্ঘ ৮ মাস হন্যে হয়ে কোচ খোঁজার পর বৃহস্পতিবার মিললো টাইগারদের নতুন কোচ। টাইগারদের প্রধান কোচ হিসেবে স্টিভ রোডসের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।

২০২০ সাল পর্যন্ত টাইগারদের কোচের দায়িত্ব পালন করবেন ইংলিশ উইকেটরক্ষক-ব্যাটসম্যান স্টিভ রোডস। বিসিবি’র আমন্ত্রণে সাড়া দিয়েই বৃহস্পতিবার সকালে ঢাকা আসেন সাবেক এই ইংলিশ ব্যাটসম্যান। 

বৃহস্পতিবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তার বেক্সিমকো কার্যালয়ে স্টিভের কোচ হওয়ার ব্যাপারে ঘোষণা করেন। তিনি জানান,ঈদের পর থেকেই নতুন কোচ ক্রিকেটারদের সঙ্গে কাজ শুরু করবেন।

চন্ডিকা হাথুরুসিংহে দায়িত্ব ছাড়ার পর থেকে প্রধান কোচ ছাড়াই আন্তর্জাতিক ক্রিকেট খেলছে বাংলাদেশ। বিসিবি নিজেরা ব্যর্থ হয়ে কোচ খোঁজার দায়িত্ব দিয়েছলেন দক্ষিণ আফ্রিকান গ্যারি কারস্টেনকে। তার পরামর্শেই বাংলাদেশে আসেন সাবেক উইকেটকিপার-ব্যাটসম্যান রোডস।

বিসিবি আগামী ১৫ জুনের মধ্যে প্রধান কোচ নিয়োগ দিতে চেয়েছিল ।এর আগে বেশ কয়েক জনের সঙ্গে আলোচনা হলেও তারা বাংলাদেশে দায়িত্ব পালন করতে রাজি হননি।

২০১৯ বিশ্বকাপ ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হওয়ায় ইংলিশ কন্ডিশনের ব্যাপারে জানেন, এমন কাউকেই খুঁজছিল বাংলাদেশ। তাই এই ইংলিশকেই প্রাধান্য দেয়া হয়েছে। আর রোডস রাজি হওয়ায় প্রধান কোচ হিসেবে তাকেই নিয়োগ দিল বিসিবি ।

ইংল্যান্ডে ১১টি টেস্ট ও ৯টি ওয়ানডে খেলেছেন রোডস। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সাকিবের সঙ্গে তার কাজ করার অভিজ্ঞতা আছে। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ২০১০ সালে কাউন্টি দল উস্টারশায়ারের হয়ে খেলেছিলেন সাকিব। ওই সময় রোডস দলটির ডিরেক্টর অব ক্রিকেট পদে ছিলেন। টম মুডি দায়িত্ব ছাড়ার পর ২০০৫ সালের মে মাসে উস্টারশায়ারের কোচ হন তিনি। এরপর ২০০৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত ছিলেন ক্লাবের ক্রিকেট ডিরেক্টর। যদিও এক অপ্রীতিকর ঘটনায় উস্টারশায়ারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন তিনি।

 ডেইলি বাংলাদেশ/আরএস

Best Electronics
Best Electronics