Alexa টাইগাররা এখন টনটনে

ঢাকা, শনিবার   ২২ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ৯ ১৪২৬,   ২৭ জমাদিউস সানি ১৪৪১

Akash

টাইগাররা এখন টনটনে

স্পোর্টস ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২২:৪০ ১২ জুন ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বৃষ্টি বাগড়ায় শ্রীলংকার বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হয়। এজন্য ব্রিস্টলে পয়েন্ট ভাগ করতে হয়েছে বাংলাদেশকে। সেমিফাইনাল খেলার লক্ষ্য পূরণে লংকানদের বিপক্ষে জয় ধরেই নিয়েছিলেন সবাই।

আর এজন্য টিম টাইগাররা সহ কোচ, অফিসিয়াল, দেশ-বিদেশের আপামর দর্শকরাও হতাশ।

সে হতাশা নিয়ে ব্রিস্টল থেকে টনটনে পা রেখেছে টাইগার দল। এখানে ১৭ জুন উইন্ডিজের বিপক্ষে খেলতে নামবে তারা।

স্থানীয় সময় বিকেল ৪টায় (বাংলাদেশ সময় রাত ৯টা) টনটনে এসে পৌঁছান মাশরাফী বাহিনী। উঠেছেন 'হলি ডে' হোটেলে। 

আজ বিশ্রাম, তারপর নামবেন অনুশীলনে।

ডেইলি বাংলাদেশ/সালি