Alexa টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ঢাকা, মঙ্গলবার   ১৯ নভেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ৫ ১৪২৬,   ২২ রবিউল আউয়াল ১৪৪১

Akash

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

 প্রকাশিত: ০৯:৩১ ১ জুন ২০১৭  

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে টসে হেরে ব্যাটিং পেয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (০১ জুন) বাংলাদেশ সময় বিকেল ৩টায় লন্ডনের দ্যা ওভালে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ইংলিশ অধিনায়ক ইয়েন মরগান। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি, মাছরাঙা টিভি ও স্টার স্পোর্টস-১। আইসিসি ইভেন্ট মানেই ইংল্যান্ডের বাংলাদেশের কাছে পরাজয়। সর্বশেষ বিশ্বকাপে বাংলাদেশের কাছে পরাজিত হয়েছিল ইংলিশরা। ২০১৫ বিশ্বকাপে অ্যাডিলেডে বাংলাদেশের কাছে হেরেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছিল ইংল্যান্ড। তবে এই ইংল্যান্ড অনেক পাল্টিয়েছে। অনেক উন্নতি করেছে। তবে পিছিয়ে নেই টাইগাররাও। বদলে যাওয়া বাংলাদেশের অতিতটা সবারই জানা। এখন টাইগারদের অবস্থান র‌্যাংকিংয়ের ৬ষ্ঠ নম্বরে। টাইগাররা নিজেদের প্রামাণ করেই জায়গা করে নিয়েছে মিনি বিশ্বকাপ খ্যাত চ্যাম্পিয়নস ট্রফিতে। আজ আবারও নিজেদের প্রামাণ করে দেখাবে এমনটাই প্রত্যাশা টাইগার ভক্তদের। ডেইলি বাংলাদেশ/এসআই