Alexa টসে জিতে ব্যাটিং নিয়ে চাপে সিলেট

ঢাকা, মঙ্গলবার   ২৫ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ১২ ১৪২৬,   ০১ রজব ১৪৪১

Akash

টসে জিতে ব্যাটিং নিয়ে চাপে সিলেট

ক্রীড়া প্রতিবেদক

 প্রকাশিত: ১২:৩৪ ৯ জানুয়ারি ২০১৯   আপডেট: ১২:৫৫ ৯ জানুয়ারি ২০১৯

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বিপিএলের সপ্তম ম্যাচে মুখোমুখি হয়েছে  সিলেট সিক্সার্স ও চিটাগং ভাইকিংস । ইতোমধ্যে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সিলেট সিক্সার্সের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি দুপুর সাড়ে ১২টায় শুরু হয়েছে ।শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে সিলেট।

এ রিপোর্ট লেখা পর্যন্ত সিলেটের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৪.২ ওভারে ১৬ রান।

বুধবার প্রথমে ওপেনিং করতে আসে সিলেটের অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও লিটন দাস। কিন্তু বিধি বাম। প্রথম ওভারের ফ্রাইলিংকের দ্বিতীয় বলে ডেলপোর্টের হাতে ক্যাঁচ তুলে দিয়ে জুটি ভাঙেন লিটন(০)।এর পরের ওভারের আবারো বিপত্তি। নাঈম হোসেনের বলে মোসাদ্দেকের হাতে ক্যাঁচ দেন গত ম্যাচে না থাকা নাসির(৩)। আবারো সেই ফ্রাইলিংক। দ্বিতীয় ওভারে এসে সাব্বিরকে(০) শিকার করেন এই বোলার।

আগে দু’দলই এই আসরে একটি করে ম্যাচ খেলেছে। যেখানে উদ্বোধনী ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে জয় পায় চিটাগং। তবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে হেরেছে সিলেট সিক্সার্স।

চিটাগং ভাইকিংস : মোহাম্মদ শাহজাদ, ক্যামেরন ডেলপোর্ট, মোহাম্মদ আশরাফুল, মুশফিকুর রহিম (অধিনায়ক), সিকান্দার রাজা, মোসাদ্দেক হোসেন, রব্বি ফ্রাইলিঙ্ক, নাঈম হাসান, সানজামুল ইসলাম, আবু জায়েদ, খালেদ আহমেদ।

সিলেট সিক্সার্স : লিটন দাস, ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), আফিফ হোসেন, নিকোলাস পুরন, সাব্বির রহমান, নাসির হোসেন, অলক কাপালী, তাসকিন আহমেদ, সন্দীপ লামিচেন, আল আমিন হোসেন, মো. ইরফান।

ডেইলি বাংলাদেশ/ইম/আরএস