Alexa টঙ্গী সংঘর্ষে ঢামেকে চিকিৎসাধীন ৩৫

ঢাকা, মঙ্গলবার   ১৮ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ৫ ১৪২৬,   ২৩ জমাদিউস সানি ১৪৪১

Akash

টঙ্গী সংঘর্ষে ঢামেকে চিকিৎসাধীন ৩৫

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ২০:৩১ ১ ডিসেম্বর ২০১৮   আপডেট: ২০:৩৮ ১ ডিসেম্বর ২০১৮

ফাইল ছবি

ফাইল ছবি

টঙ্গীতে ইজতেমা ময়দানে সংঘর্ষের ঘটনায় এক ব্যক্তি নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন।

শনিবার সকাল ৮টার দিকে মাওলানা জুবায়েরের পক্ষের মুসল্লীদের উপর মাওলানা সাদ পন্তীরা হামলা চালালে এ ঘটনায় ঘটে। 

এদের মধ্যে প্রায় ৩৫ জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন। ঢামেক হাসপাতাল ক্যাম্পের এসআই মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

আহতরা হলেন মোজাম্মেল (২০), ইসহাক(২০), আরাফাত (১৮), নুরুল আলম(২২), ফয়সাল(২২), মোহাম্মদ হোসেন(৪০), বেল্লাল(৪৫), মাইনুদ্দিন (২৪), হাসানুর(২৮), আনিসুর(২৬), শামীম(৪০), শাহিন(৪০), সারোয়ার(১৮), ইমাম(৪৫), ইব্রাহিম(৪০), ওমর ফারুক(২৩), জসিম(৫০), হাসান(৩৫), শাকিল (২৮) ও অজ্ঞাত একজন। এরা সবাই সাদপন্থী। 

এছাড়া শাহিন(১৯), আলমগীর(৪০), গোলাপ মিয়া(৪১), নুর হোসেন(১৮), আবু জর(২২), দুদু মিয়া(২৪), আনোয়ার(২৬), মাসুদুর রহমান(৩০) ঢামেকে ভর্তি রয়েছেন।

ডেইলি বাংলাদেশ/জেবি/জেডআর